লালমনিরহাট ও কুড়িগ্রামের ১৪টি উপজেলায় ইটভাটা রয়েছে ১৭০টি। এর মধ্যে ৪০টি ইটভাটার বৈধতা থাকলেও বাকি ১৩০টি চালানো হচ্ছে অবৈধভাবে।
বছরের পর বছর ধরে এসব অবৈধ ইটভাটা চালু রাখা হলেও পরিবেশ অধিদপ্তর কিংবা স্থানীয় প্রশাসন থেকে নেওয়া হচ্ছে না কোনো আইনি ব্যবস্থা। অবৈধ ইটভাটার তালিকা তাদের কাছে থাকা সত্ত্বেও রয়েছে নিশ্চুপ।
এ নিয়ে বৈধ ইটভাটার মালিকরা ক্ষুব্ধ হলেও সদম্ভে রয়েছেন অবৈধ ইটভাটার মালিকরা।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ ইটভাটার মালিকরা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তারা সবদিক সামাল দিয়ে অবৈধ ইটভাটা চালু রাখছেন। এর জন্য তাদেরকে কোনো প্রকার ঝামেলাও পোহাতে হচ্ছে না। অবৈধ এসব ইটভাটা তৈরি করা হয়েছে কৃষি জমির ওপর কিংবা জনবসতি এলাকায়।