করোনাভাইরাস সংক্রমণ শুধু শ্বাসযন্ত্রেরই ক্ষতি করে না, বরং শরীরের বিভিন্ন গুরত্বপূর্ণ অঙ্গেও প্রভাব ফেলে। করোনা মহামারির এই দুই বছরে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে, কীভাবে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে হৃদযন্ত্র, পেশি, মস্তিষ্কসহ শরীরের অন্যান্য সংবেদনশীল অঙ্গ প্রভাবিত হচ্ছে।
এখন নতুন সমীক্ষায় জানা গেছে, করোনাভাইরাস মূত্রতন্ত্রকেও প্রভাবিত করতে পারে। যার ফলে মূত্রনালীর সংক্রমণে (ইউটিআই) ভুগছেন অনেক করোনা রোগী।