বিশ্ববিদ্যালয় জ্ঞানের আলো ছড়ায় নাকি নিজেই অন্ধকারে নিপতিত হয়?

বাংলা ট্রিবিউন সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ১৮:২৬

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবারও শিরোনামে। এবার আরও জঘন্য ঘটনা। ছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। গত বুধবার রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও এক ছাত্রী গোপালগ‌ঞ্জ শহরের হেলিপ্যাড থেকে নবীনবাগের দিকে ফিরছিলেন। এ সময় চার থেকে পাঁচ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করেন। ছাত্রকে মারপিট করে ওই ছাত্রীকে পাশের নির্মাণাধীন জেলা প্রশাসন স্কুল ও কলেজ ভবনে নিয়ে ধর্ষণ করে তারা।


রাতে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের খবর ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা গোপালগঞ্জ থানা ঘেরাও করেন। শিক্ষকরাও যোগ দেয় প্রতিবাদে। কিন্তু ধর্ষকরা এতটাই শক্তিশালী যে তারা প্রতিবাদরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে, তাদের বেধড়ক পেটায়, রাস্তায় আবর্জনা ফেলে নিজেদের অপকর্মের পক্ষে অবস্থান নেয়। দুর্বৃত্তরা শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ কমপক্ষে ২০ জন শিক্ষক-শিক্ষার্থীকে আহত করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us