বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণাকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্বান্তকে অবৈধ ঘোষণা করেছেন আদালত।
এই রায়ের ফলে আজ থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বসতে বাধা নেই বলে জানিয়েছেন জায়েদ খানের আইনজীবী। তবে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা নিপুণ আক্তার জানিয়েছেন, তিনি ন্যায়বিচার পাননি, সুপ্রিম কোর্টে যাবেন। নিপুণ আক্তারের ভাষ্য, ‘আমরা সুপ্রিম কোর্টে যাব আপিল বিভাগে। আমি ন্যায়বিচার তো অবশ্যই পাইনি।’\