প্রকাশের চড়াই-উৎরাই পেরিয়ে অমর একুশে বইমেলায় একটি চত্বরে স্থায়ী আসন গড়ে উঠলেও অল্প কিছু ক্রেতা আর পাঠকের হাত ধরেই এগিয়ে চলছে ছোট কাগজের সাহিত্য আন্দোলন।
কেবলমাত্র লেখনী আঁকড়ে ধরে চিন্তার নতুন একটি ভাষা তৈরির চেষ্টায় সংকট ও সংগ্রামের মধ্যেও লিটল ম্যাগে লেখা চালিয়ে যাওয়ার প্রত্যয়ে অটল থাকার কথা জানিয়েছেন নতুন-পুরনো অনেক লেখক।
অতীতের রমরমা দিন পেরিয়ে কয়েক বছর ধরে নানা সংকট পাড়ি দিচ্ছে গতানুগতিকের বাইরের এই সাহিত্য ধারা। প্রকাশকদের দাবি সমাজের অসঙ্গতি তুলে ধরতে ‘আন্দোলন’ হিসেবে কাজ করে যাচ্ছে লিটল ম্যাগাজিন।