You have reached your daily news limit

Please log in to continue


কানে তুলো, পিঠে কুলো!

দ্রব্যমূল্যের আকাশচুম্বী ঊর্ধ্বগতিতে চিড়েচ্যাপ্টা আমজনতা। পত্রিকার পাতায় প্রতিদিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুরবস্থার কথা নিয়ে লেখা হচ্ছে। কিন্তু এসব লেখালেখিতে আদৌ কোনো কাজ হচ্ছে বলে মনে হয় না। অবস্থা দেখে মনে হচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ‘কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো’। দ্রব্যমূল্যের বর্তমান বাজার দরিদ্র, নিম্নবিত্ত ও ছা-পোষা কর্মকর্তা-কর্মচারী শ্রেণির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। 


এর ওপর জেঁকে বসেছে করোনার অভিঘাত। জীবনযুদ্ধে পরাজিত সৈনিকের মতো ধুঁকে ধুঁকে চলছে জীবনের গতি। বছরের এ সময়টাতে নতুন ধান নামে, নবান্নের উৎসবে মেতে ওঠে গ্রামগঞ্জের মানুষ। সেই সঙ্গে বাজারে ওঠে শীতকালীন শাকসবজি। কিন্তু এখন এ সবকিছু চলে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে। সেই যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধোয়া তুলে বাজার গরম হয়েছে, তা আর যেন কিছুতেই ঠাণ্ডা হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন