দুই দিন পর পরই কাপড়ের স্তূপে পরিণত হয় আলমারি? কিছু টিপস জানা থাকলে কাপড়ের আলমারি গুছিয়ে রাখা সহজ হবে।
পোশাক অনুযায়ী জায়গা ভাগ করে নিন। আলাদা খোপে জিনিস রাখলে খুঁজে পেতে সুবিধা হবে। বাজারে বেশ কিছু অর্গানাইজার পাওয়া যায় এমন খোপ করা। কিনে নিতে পারেন সেগুলো।