এক মাস পর প্রথম পর্যায়ে গত ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। দ্বিতীয় পর্যায়ে ২ মার্চ থেকে খুলবে প্রাথমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান।
যদিও সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে, তারপরও সার্বিক বিবেচনায় খোলাটা জরুরি ছিল। বলাবাহুল্য, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এটা ছিল দ্বিতীয় ধাপের বন্ধ। আমরা দেখেছি, প্রথম ধাপে টানা দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময় মাঝে মধ্যে খোলার পরিবেশ তৈরি হলেও নীতিনির্ধারকরা দ্বিধাগ্রস্ত ছিলেন।
এবার সেখান থেকে কিছু শিক্ষণীয় বিষয়ের আলোকে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এটি সাধুবাদযোগ্য।