যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি এবং কানাডাসহ ৩৬টি দেশের এয়ারলাইন্সের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আজ সোমবার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ'র আকাশসীমায় 'রাশিয়ার মালিকানাধীন, রুশ নিবন্ধিত বা রুশ নিয়ন্ত্রিত উড়োজাহাজ' নিষিদ্ধ করার সিদ্ধান্ত অনুসরণ করে রাশিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে।