রমজানে কোনো পণ্যের দাম বাড়বে না: কৃষিমন্ত্রী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫০

আসন্ন রমজানে কোনো পণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, সামনে রোজা আসছে, শাকসবজির দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে আমি আশ্বস্ত করতে পারি, প্রাকৃতিক দুর্যোগ না হলে আমাদের সবজির যে উৎপাদন হয়েছে, তাতে রোজায় পণ্যের দাম বাড়বে না।


সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটরিয়ামে ‘পুষ্টি নিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমি আরও আশ্বস্ত করছি, আগামী তিন চার বছরের মধ্যে দেশে পেঁয়াজের কোনো ঘাটতি থাকবে না। কৃষিমন্ত্রী বলেন, এ বছর পেঁয়াজের অনেক বেশি উৎপাদন হয়েছে।


ফলে বাজারে পেঁয়াজের দাম কমে গিয়েছিল। তাতে চাষিরা দাম পাচ্ছিল না। তারা লোকসান করছে। ফলে আমরা পেঁয়াজের আমদানি কিছুটা নিয়ন্ত্রণ করেছি। তাতে দাম বাড়ছে। তিনি বলেন, আসলে আমরা উভয় সংকটে আছি। দাম কমালে চাষিরা লোকসান করে আর দাম বাড়ালে ভোক্তারা কষ্ট পায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us