তবে কীভাবে বুঝবেন পাশের মানুষটি চরম ‘নার্সিসিস্ট’।
‘নার্সিসিস্ট’ শব্দটি অনেকটা ‘অসামাজিক’ শব্দের মতো— যা বলতে গেলে অনেকাংশ সময় অপব্যবহার করা হয়। অনেকেই নার্সিসিস্ট বলতে এমন মানুষদের বোঝেন যারা কেবল নিজেদের নিয়েই কথা বলতে পছন্দ করেন। যা সব ক্ষেত্রে ঠিক নয়।
বরং নার্সিসিজম হল একটি ব্যক্তিত্বের ব্যাধি যা কারও সামগ্রিক এবং ধ্রুবক স্ব-গুরুত্বের অনুভূতির মাধ্যমে চিহ্নিত করা হয়।