ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাপক ও সুদূরপ্রসারী। এ সফল আন্দোলনের ফলে মাতৃভাষা বাংলার মাধ্যমে আমাদের ভাব ও বাক প্রকাশের অধিকার প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালে।
স্বাধীনতার পর বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের ৩৯ অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত আমাদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা।
দেশের সীমানা পেরিয়ে ভাষা আন্দোলন শুধু বিশ্বের বাংলা ভাষাভাষীদের নয়, আজ বিশ্বের সব ভাষাভাষীর অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। আমরা দিবসটি পালন করি, ফুলে ফুলে ভরিয়ে তুলি মিনারের বেদিমূল, নেতা-নেত্রী এবং জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রধানরা বাণী দেন।