পুরো রাত জেগে থেকে সকালবেলায় ইউনিভার্সিটিতে গিয়েছি একধরনের ভয় এবং শঙ্কা মাথায় নিয়ে। বাসা থেকে বের হওয়ার সময় মনে হচ্ছিল, এই ভয় এবং শঙ্কা কি স্রেফ আমার মধ্যেই কাজ করছে? সকালে একটা জটিল ক্লাস নিতে হবে।
আমার কি এখন যুদ্ধ নিয়ে ভাবা উচিত হচ্ছে? এই সব ভাবতে ভাবতে যখন মূল রাস্তা পার হয়ে পাশের পার্ক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো, এখানকার ‘ওপেন লাইব্রেরির’ সামনে প্রতিদিন সকালবেলা শহরের সিনিয়র সিটিজেনদের বেঞ্চে বসে বই পড়ার দৃশ্যটা আজ দেখতে পাচ্ছি না কেন? বরফে ঢাকা পার্কে প্রতিদিন সকালে অনেক বাচ্চাকে খেলতে দেখা যায়। আজ কেন দেখা যাচ্ছে না? শ্বেতশুভ্র তুষারে ঢাকা মায়াবী এই শহরে কি হঠাৎ কোনো মেঘের ছায়া পড়েছে? সবকিছু কি একটু অন্য রকম মনে হচ্ছে?