বলিউডের প্রথম সুপারস্টার নায়িকা শ্রীদেবীর মৃত্যুর চার বছর পুর্ণ হয়েছে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)। তার ফেরা হয়নি সাধের মুম্বাইয়ে। দুবাইয়ের এক বিলাসবহুল হোটেলের বাথটবে ডুবে মৃত্যু হয়েছিল এই নায়িকার। ময়নাতদন্তের পর এমনটাই জানিয়েছিলেন চিকিৎসকরা। চার দিন পর কফিনবন্দি হয়ে মুম্বাইয়ে ফিরেছিলেন তিনি।
আসলেই কি বাথটাবের পানিতে ডুবে মারা গিয়েছিলেন শ্রীদেবী? চার বছর পর অভিনেত্রীর সেই মৃত্যুরহস্য আজও উদঘাটিত হয়নি। সে সময় সংবাদমাধ্যমের কাছে অভিনেতা সঞ্জয় কাপুর বলেছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। পরে অভিনেত্রীর মৃত্যুর কারণ বদলে যায়। চিকিৎসকদের বরাত দিয়ে দুবাই পুলিশ জানায়, দুর্ঘটনাবশত বাথটবের পানিতে ডুবে শ্রীদেবীর মৃত্যু হয়েছে।