Russia-Ukraine War: রাজায় রাজায় যুদ্ধ হবে ধনীরা আরও ধনী হবে? রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মতামত তারকাদের

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৫

প্রবাদেই আছে, ‘রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু-খাগড়ার প্রাণ যায়।’ একুশ শতকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ সেই প্রবাদকে সামান্য বদলে দিয়েছে, ‘রাজায় রাজায় যুদ্ধ হবে ধনীরা আরও ধনী হবেন!’ অতিমারির কবল থেকে বিশ্ব সম্পূর্ণ মুক্ত নয়। তার আগেই শুরু মানুষে মানুষে যুদ্ধ। রাশিয়া ধ্বংস করেছে ইউক্রেনের বিমানঘাঁটি।


মৃত্যুশোকে বিশ্ব স্তব্ধ। দুশ্চিন্তার ভাঁজ ভারত তথা বাংলার বিশিষ্ট ব্যক্তিত্বদেরও। অভিনেতা, বাদ্যকার, কবি— সবাই ব্যথিত। অতিমারির পর এ বার যুদ্ধের আঁচে পুড়তে চলেছে মানব জাতি? আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বললেন কৌশিক সেন, রুক্মিণী মৈত্র, শ্রীজাত, সোহিনী সরকার, বিক্রম ঘোষ। ‘রাজায় রাজায় যুদ্ধ হয়’, চেনা প্রবাদটিকে কৌশিকই সামান্য বদলে নিয়েছেন। তাঁর কথায়, ‘‘অতিমারির সময় দেখলাম, যাঁরা ধনী ছিলেন তাঁরা আরও ধনী হলেন।


রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের পরেও সেটাই হবে। ঠিক যেভাবে আমেরিকা সিরিয়া আক্রমণ করে সেখানকার বিমানঘাঁটি থেকে বড় বড় সেতু সহ অনেক কিছু ধ্বংস করল। তারপর নতুন করে সে সব মেরামতের বরাত পেল আমেরিকার বড় বড় ইঞ্জিনিয়ারিং সংস্থাগুলোই। এ ক্ষেত্রেও সেটাই হতে চলেছে।’’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us