প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের জন্য মনোনীত ১০ জনের নাম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশের অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদন করেছেন।
আজ বুধবার আইনজীবী ইউনুস আলী আকন্দ সার্চ কমিটির চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব বরাবর ই-মেইলে এই আবেদনপত্র পাঠিয়েছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের জন্য মনোনীত ১০ জনের নাম প্রকাশ করতে আমি আবেদন করেছি। গণমাধ্যমে দেখেছি, সুপ্রিম কোর্টের কয়েকজন সাবেক বিচারপতির নাম এই পদের জন্য প্রস্তাব করা হয়েছে। সংবিধান অনুযায়ী, কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি লাভজনক পদে যেতে পারেন না।'