ত্বকের যত্নে নারীরা খুব বেশি সচেতন। যত যাই হোক, ত্বকের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে পূর্ণ নজর থাকে তাদের। কিন্তু ত্বকের যত্নের ক্ষেত্রে পুরুষদের অবহেলা প্রশ্নাতীত। তবে এই অচলায়তন ধীর গতিতে হলেও ভাঙছে, পুরুষরা সময়ের সঙ্গে সঙ্গে নিজের প্রতি আরো যত্নবান হয়ে উঠছেন। ফলে ত্বকের যত্ন নিতে আগ্রহী হচ্ছেন পুরুষরাও।
পুরুষদের ত্বক সাধারণত তৈলাক্ত এবং শক্ত হয়। এটি প্রতিনিয়ত দূষণ এবং সূর্যালোকের মতো বাহ্যিক কারণগুলোর সংস্পর্শে আসে। সঙ্গে যোগ হয় পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিক চাপ এবং খারাপ খাদ্যাভ্যাস। তৈলাক্ত, শুষ্ক, স্বাভাবিক, সংবেদনশীল বা সংমিশ্রিত, যেকোনো ধরনের ত্বকেরই প্রয়োজন যত্নের। চলুন আজ জেনে নেয়া যাক তিন টোটকাতেই কীভাবে ভালো থাকবে পুরুষদের ত্বক-