প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি। আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এসব নাম জমা দেবে কমিটি। তবে ১০টি নাম প্রকাশ না করার বিষয়ে কমিটি আগের সিদ্ধান্তেই অটল রয়েছে।
তবে অনুসন্ধান কমিটির একটি সূত্র বলছে, তালিকায় সামরিক ও বেসামরিক সাবেক আমলা, সাবেক বিচারক ও শিক্ষকের নামই গুরুত্ব পেয়েছে। ১০ জনের নাম ঠিক করতে অনুসন্ধান কমিটি নিজেদের মধ্যে মোট সাতটি বৈঠক করেছে। এ ছাড়া নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে আরও চারটি বৈঠক করেছে তারা।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার বৈঠকে ১০টি নাম চূড়ান্ত করে তা সিলগালা করে রেখেছে অনুসন্ধান কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। বৈঠকে কমিটির অন্য পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।