আমেরিকান যুক্তরাষ্ট্র চলতি মাসে তার বহুলালোচিত ভারত-প্রশান্ত মহাসাগর নীতি কৌশল প্রকাশ করেছে। এই অঞ্চলকে আমেরিকান বাইডেন প্রশাসন এবং একই সাথে দেশটির গভীর ক্ষমতা বলয় কতটা গুরুত্ব দিচ্ছে সেটি অনুমান করা যায় এটি পাঠ করলে। বলার অপেক্ষা রাখে না যে, এই নীতি অনুযায়ী বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে চীনকে।
আর এই নীতি কৌশলে ভারতকে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদার ও নেতা। অকাস কোয়াড আসিয়ান জোটকে ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের আধিপত্যবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে। সদ্য ঘোষিত এই আমেরিকান কৌশলপত্রে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরে ইন্দো-প্যাসিফিককে নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে স্বীকৃতি দিয়ে এসেছে। আমেরিকার এই সম্পর্ক দুই শতাব্দী আগে তৈরি হয়, যখন আমেরিকানরা বাণিজ্যিক সুযোগের সন্ধানে এই অঞ্চলে আসে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এশিয়ান অভিবাসীদের আগমনের সাথে সাথে এই গুরুত্ব আরো বৃদ্ধি পায়।