ভাষার লড়াইয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ

আজকের পত্রিকা ড. এম আবদুল আলীম প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ২০:০২

রাষ্ট্রভাষা-আন্দোলনে পূর্ববঙ্গের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেও বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন সক্রিয় ভূমিকা পালন করে। প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবির কথা নিজেদের মেনিফেস্টোতে উল্লেখ করে গণআজাদী লীগ নামক রাজনৈতিক দল।


এরপর তমদ্দুন মজলিশ, গণতান্ত্রিক যুবলীগ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ফেডারেশন, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান যুবলীগ, ইসলামি ভ্রাতৃসংঘ প্রভৃতি সংগঠন রাষ্ট্রভাষা-আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। আজ এখানে তুলে ধরব ভাষা-আন্দোলনের সময়কার সরকারবিরোধী প্রধান রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের ভাষা-আন্দোলনে অবদানের কথা।


সদ্য স্বাধীন পাকিস্তানে খাদ্যাভাব, নিত্যব্যবহার্য দ্রব্যমূল্যের আকাশচুম্বিতা, রাষ্ট্রভাষা বিতর্ক এবং মুসলিম লীগ নেতাদের অগণতান্ত্রিক মনোভাবের ও সরকারি নীতির প্রতিবাদে ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us