আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে নানা ধরনের ফুল আর ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে যায় সর্বস্তরের মানুষ। এই সুযোগে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে ফুলের দাম। চাহিদা বাড়ায় স্বাভাবিকের তুলনায় ১০ গুণ বেশি দামে ফুল বিক্রি হয়েছে। বসন্তবরণ ও ভালোবাসা দিবসেও ছিল ফুলের ব্যাপক চাহিদা।
ফলে করোনার দুই বছরের মন্দা কাটিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। তবে ফুলের চাহিদা বাড়লেও ফুলের সরবরাহ কম থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে ফুলের ঢালা নিতে বাড়তি টাকা গুনতে হয়েছে ক্রেতাদের।
ব্যবসায়ীরা জানান, দিবস এলেই সরগরম থাকে রাজধানীর ফুলের সবচেয়ে বড় বাজার শাহবাগ। এখানে ফুলের স্থায়ী পাইকারি দোকান রয়েছে প্রায় ৭০টি। দিবসকেন্দ্রিক ভাসমান পাইকারি ও খুচরা দোকান রয়েছে আরো দেড় শতাধিক।