নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটির শেষ বৈঠক আজ। বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করবেন।
এর আগে রবিবার সন্ধ্যায় কমিটির সপ্তম দিনের বৈঠকে ১২-১৩ জনের নাম চূড়ান্ত করা হয়।
ওইদিন বৈঠকের পরে কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের বলেছিলেন, ‘সার্চ কমিটির আজকের (গত রবিবার) বৈঠকে আমরা ২০ জনের নামের তালিকা নিয়ে আলোচনা করেছি। আলোচনায় ১২/১৩ জনের নাম আমরা চূড়ান্ত করেছি। এখান থেকেই ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হবে। আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে সার্চ কমিটি আবার বৈঠকে বসবে। সেদিন আমরা ১০ জনের তালিকা চূড়ান্ত করতে পারি। আর আমাদের ২৪ তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে। এর মধ্যেই আমরা আমাদের কাজ শেষ করব।’
কমিটিতে চূড়ান্ত করা নামের তালিকা প্রকাশ করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘আমাদের চূড়ান্ত করা নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এই তালিকা প্রকাশ করা বা না করার এখতিয়ার সম্পূর্ণ তার।’