পাকিস্তান সরকার একটি নতুন কঠোর সাইবার নিরাপত্তা আইন পাসের উদ্যোগ নিয়েছে। এর আওতায় সেনাবাহিনী, বিচার বিভাগ ও সরকারি কর্মচারীদের সম্পর্কে ‘ভুয়া সংবাদ’ প্রচার করলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের পাঁচ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।
পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা আজ সোমবার জানান, প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভা আইনটি অনুমোদন করেছে। গত সপ্তাহান্তে প্রেসিডেন্ট আরিফ আলভি এতে স্বাক্ষরও করেছেন।
আইনটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা। তবে আইনে পরিণত হওয়ার জন্য এটি ৯০ দিনের মধ্যে পার্লামেন্টে উপস্থাপন করতে হবে। আশা করা হচ্ছে, ইমরান খানের নেতৃত্বাধীন জোট সরকার সহজেই এটি পাস করিয়ে নিতে পারবে। সমালোচকরা বলছেন, পাকিস্তান সরকারের এই আইন মতপ্রকাশের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান আঘাতের নতুন নজির।