ওমিক্রনে প্রভাবে বিপিএলের গ্রুপ পর্বে দর্শকদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। শেষদিকের নকআউট পর্বে সীমিত সংখ্যক দর্শক ঢোকার অনুমতি মিলেছিল। সে ধারায় আফগানিস্তান সিরিজেও থাকবে দর্শক। তবে সে সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু)।
তানভীর আহমেদ বলেন, 'বিপিএলের সময় সরকার থেকে দর্শক প্রবেশের অনুমতি পেয়েছি। আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক প্রবেশ করতে দেওয়ার চেষ্টা করবো। ধারণা পেয়েছি চট্টগ্রামে ৪-৫ হাজার আর ঢাকায় ৭-৮ হাজার দর্শক প্রবেশের অনুমতি পেতে পারি।'