বাংলাদেশের সকল নৃগোষ্ঠীর ভাষা নিয়ে গবেষণায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের শুরু করা একমাত্র মৌলিক কাজটির মাঠ পর্যায়ের সমীক্ষা শেষ হওয়ার ছয় বছর পরও আলোর মুখ দেখেনি।
সমীক্ষার কাজ শুরু হওয়ার এক বছরের মাথায় দুই বছরের এ কর্মসূচির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের কাজও শেষ হয় ছয় বছর আগে।
পরিকল্পনা ছিল, এ সমীক্ষার ১০ খণ্ড বাংলা এবং ১০ খণ্ড ইংরেজি প্রতিবেদন প্রকাশ করা হবে। তার অংশ হিসেবে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে একটিমাত্র খণ্ড বাংলায় ছাপানোও হয়। তবে এখন পর্যন্ত সেটি বাজারে আসেনি।
এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন তালুকদার বলেন, কাজটি চলছে ভাষা, গবেষণা ও পরিকল্পনা বিভাগের তদারকিতে।
ওই বিভাগের পরিচালক মো. শাফীউল মুজ নবীনকে প্রশ্ন করলে তিনি বলেন, মুজিববর্ষেই প্রকাশ হওয়ার কথা ছিল নৃতাত্ত্বিক ভাষা বিষয়ক বৈজ্ঞানিক সমীক্ষার কাজ। তবে ‘নানা জটিলতায়’ সেটা মানুষের কাছে এখনও পৌঁছায়নি।