প্রথমবারের মতো ঐতিহাসিক ও বড় ধরনের মুক্তবাণিজ্য চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত ও ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দুবাইভিত্তিক সংবাদপত্র গালফনিউজ এ তথ্য প্রকাশ করেছে।
গতকাল শুক্রবার ভার্চুয়ালি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে এইসব চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তির নাম দেওয়া হয়েছে ‘দ্য কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ)’। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানান, এই চুক্তিতে প্রথমত, আগামী পাঁচ বছরে দুই দেশের মধ্যে করমুক্ত ১০ হাজার কোটি মার্কিন ডলারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।