আস্থা ফেরানোই আ'লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ

সমকাল প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৫

জাতীয় সংসদ নির্বাচনের বাকি এখনও দুই বছর। তবে রাজনীতি গরম হয়ে উঠতে শুরু করেছে এরই মধ্যে। মার্কিন নিষেধাজ্ঞা ও লবিস্ট নিয়োগ নিয়ে বিতর্কের পর এখন উত্তাপ নির্বাচন কমিশন গঠন নিয়ে। সামনের দিনগুলো আরও গরম হয়ে উঠবে, তার আভাস দিয়েছেন বিশ্নেষকরা। তবে সামনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে হলে দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিল করতে হবে-


দেশের রাজনীতিতে এখন প্রধান আলোচ্য বিষয় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন। রাজনৈতিক দল, বুদ্ধিজীবী মহলসহ গোটা দেশবাসীর নজর সেদিকেই। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা দলনিরপেক্ষ হবেন কিনা এবং তাদের মাধ্যমে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গড়ে উঠবে কিনা- সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। বিষয়টি সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে বিশাল চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।


রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরানোই এখন আওয়ামী লীগের প্রধান চ্যালেঞ্জ। কেননা, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে সব মহলে প্রশ্ন রয়েছে, এর সঙ্গে সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনমনে যে আস্থাহীনতা তৈরি হয়েছে- তার দায়ভার মূলত সরকারের ওপরই বর্তেছে। এ থেকে উত্তরণের কার্যকর উপায় তাদেরই বের করতে হবে। তার সর্বপ্রথম পদক্ষেপই হবে সব দল ও মহলের কাছে গ্রহণযোগ্য ইসি গঠনে সহায়তা করা।


এর পাশাপাশি আরও অনেকগুলো চ্যালেঞ্জ আওয়ামী লীগের সামনে উপস্থিত হয়েছে। রাজনৈতিক বিশ্নেষকরা বলছেন, করোনা পরিস্থিতি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল ও অনুপ্রবেশ, তৃণমূল পর্যায় পর্যন্ত নেতৃত্বের দুর্নীতি-অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া এবং অনেকে অহংকারী হয়ে ওঠায় ক্ষমতাসীন দলের মধ্যে একধরনের স্থবিরতা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ থেকে উত্তরণ ঘটিয়ে আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us