You have reached your daily news limit

Please log in to continue


ধুলাবালি থেকে হাঁপানি, কী করবেন?

হাঁপানির অন্যতম কারণ ধুলাবালি।  বসতঘরে জমে থাকা পুরনো ধুলাবালি ও ময়লা থেকে শিশুসহ সব বয়সী মানুষের শর্দি, শ্বাসকষ্ট ও হাঁপানি হতে পারে।  আবার রাস্তাঘাটের ধুলাবালিও হাঁপানির কারণ।

সাধারণত রাস্তার যে ধুলা পাওয়া যায় তা অজৈব পদার্থ- তাতে হাঁচি, কাশি বা হাঁপানির কষ্ট ততটা হয় না।  কিন্তু ঘরের আবর্জনা ও জমে থাকা ময়লা থেকে অ্যালার্জিক অ্যাজমা হতে পারে।  কারণ তাতে মাইট নামক আর্থোপড জাতীয় জীব থাকে।

হাঁপানি থেকে বাঁচার উপায় নিয়ে বিস্তারিত জানিয়েছেন অ্যালার্জি ও অ্যাজমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস।

অ্যালার্জিক অ্যাজমার উৎস মাইট বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ হল আর্দ্রতাপূর্ণ আবহাওয়া (৭৫% আর্দ্রতা)। বিছানা, বালিশ, কার্পেট হল মাইটের আদর্শ বাসস্থান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন