You have reached your daily news limit

Please log in to continue


জন্ডিসে ভুগছেন? এই ঘরোয়া উপায়ে হবে সমাধান!

Jaundice Home Remedies: লিভার (Liver) শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই অঙ্গটি শরীরের শক্তি উৎপাদনের জন্য দায়ী থাকে। এছাড়া লিভার শরীর থেকে ক্ষতিকর পদার্থও বের করে দেয়। এমনকী মৃত কোষ বের করার দায়িত্বও লিভারের উপরই বর্তায়। এবার এই কাজটি ঠিকমতো না হতে পারলে লিভারে এই ক্ষতিকারক পদার্থ জমে বিলিরুবিন (Bilirubin) হিসেবে। এর থেকেই হয় জন্ডিস (Jaundice)।

শরীরে লোহিত রক্ত কণিকা ভেঙে গিয়ে তৈরি হয় বিলিরুবিন। এই বিলিরুবিন হলদেটে দেখতে হয়। বিলিরুবিন সকলের শরীরেই থাকে। তবে খাদ্য হজম প্রক্রিয়া চলার সময় এই বিলিরুবিন শরীর থেকে বেরিয়ে যায়। তবে বিলিরুবিন রক্তে বাড়তে শুরু করলে বড় সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। এই অবস্থার নাম জন্ডিস। এক্ষেত্রে ত্বক হলুদ হয়ে যায়। এক্ষেত্রে হেপাটাইটিস (Hepatitis) ভাইরাসের কারণে মানুষ এই রোগে আক্রান্ত হন। সব বয়সেই এই সমস্যা হতে পারে। তবে ছোট বয়সে এই সমস্যা বেশি দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন