রমজান আসন্ন, বাজার নিয়ে সতর্ক বাণিজ্য মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৮

রমজান এলেই পণ্যের দাম বেড়ে যাওয়ার ‘সংস্কৃতি’ বহুদিনের। এবার তাই রমজান আসার আগেই নড়েচড়ে বসেছে সরকার। বাজার মনিটরিং নিয়ে আগেই সতর্ক বাণিজ্য মন্ত্রণালয়।


সূত্র জানিয়েছে, গত সপ্তাহে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমেদ কায়কাউসের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুতের বিষয়ে সতর্ক করা হয়েছে। দেশে কর্মরত তিনটি গোয়েন্দা সংস্থাকে নজরদারি করতে বলা হয়েছে। রমজানে পণ্যের মূল্য যাতে না বাড়ে এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে।


বাজার ঘুরে দেখা গেছে, এবছরও চাল, আটা, তেল চিনিসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। ভরা মৌসুমেও সবজির দাম নিম্নবিত্তের নাগালের বাইরে। বাম্পার ফলন, পর্যাপ্ত আমদানি এবং নানা কর্মসূচির পরও চালের বাজার অস্থির। এ নিয়ে হতাশ মন্ত্রীরাও। সরকারের কঠোর অবস্থানের কারণে আমদানিনির্ভর পণ্য ছাড়া সকল  পণ্যের দাম সার্বিকভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us