You have reached your daily news limit

Please log in to continue


প্রায়ই ভুলে যাচ্ছেন? দুশ্চিন্তা নয়- নিউরোসায়েন্স বলছে এটাই হতে পারে আপনার মগজের গোপন ক্ষমতা

জগতে আলাভোলা-আত্নহারা মানুষ বিরল নয়, আবার আছে আইনস্টাইনের মতো এমন মানুষেদেরই অসাধারণ কীর্তি। কিন্তু, তাই বলে ভুলোমনা হওয়াটা কম আপদের নয়। সংসারে এতে বিপত্তি পদে পদে।

যেমন কেউবা অফিসের সহকর্মীর নামটাই গুলিয়ে ফেলেন অনায়সে। আবার গিন্নির দেওয়া জরুরি বাজারের ফর্দ ফেলে বের হয়েছেন বাড়ি থেকেই। ঘরে ফিরে তিনি কেমন সমাদর! পাবেন তা বলাই বাহুল্য। কর্মজীবনেও রয়েছে এই স্বভাবের নিন্দা-তিরস্কার।

সব বয়সের মানুষের মধ্যে স্বল্প-স্মৃতির এই 'দোষ' কমবেশি থাকলেও বেশিরভাগ বয়স্করা মনে করেন বয়স বাড়ার কারণেই তাদের মস্তিষ্ক ধীরগতির হয়ে পড়ছে। ফলে মনে থাকছে না নিতান্ত সাধারণ বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন