‘চলমান ইউক্রেন সংকট সমাধানে এবার রাশিয়া সফরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার পর শলৎস মস্কো পৌঁছান। এই সফরে শলৎস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চলমান সংকট নিরসনে উভয় পক্ষের করণীয় নিয়ে আলোচনা করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার মতানৈক্য নিরসনে এই উচ্চ পর্যায়ের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।