র্নামেন্টের শুরুতে মাহমুদুল হাসান জয়কে নিয়ে মুগ্ধতার কথা বলেছিলেন স্টিভ রোডস। শেষ বেলায় এসে সেটা আরও বেড়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শকের মতে, অনেকের জন্য চমক হয়ে এসেছে বিপিএলে এই তরুণের ব্যাটিং। তার মতো ম্যাচ খেলার সুযোগ হয়নি পারভেজ হোসেন ইমনের। তবে বাঁহাতি ওপেনারকেও দারুণ সম্ভাবনাময় মনে হচ্ছে বাংলাদেশের সাবেক কোচ রোডসের।
দুই জন দুই ঘরানার ব্যাটসম্যান। মাহমুদুলকে মনে করা হয় বড় দৈর্ঘ্যের ক্রিকেটের জন্য বেশি উপযোগী। এর মধ্যে দেশের হয়ে টেস্ট অভিষেকও হয়ে গেছে তার। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে গত মাসে নিউ জিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইয়ে খেলেন ৭৮ রানের লড়িয়ে ইনিংস।
সেই ম্যাচেই আঙুলে চোট পাওয়ার পর থেকে তিনি ছিলেন মাঠের বাইরে। মাঠে ফেরেন বিপিএল দিয়ে। টুর্নামেন্টে অভিষেকে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষে খেলেন ৩৫ বলে ৪৮ রানের চমৎকার ইনিংস।