কানত তালা লাগাই দিইয়ি
সিটি করপোরেশন
হন হথা উইনতু নঅ চায়
কী হঅর জনগণ
ইয়ান এক্কান হথা অইল না
ফুটপাতথ দোয়ান
রাস্তার উদ্দি গাথত পড়ি
হাড্ডি ভাঙি ছোয়ান
দিন দুইরগ্যা মশা অক্কল
খাই যাইরগুদে রক্ত
এন হারবার কেনে গরের
তারা একখানা হঅকত।
(সিটি করপোরেশন কানে তালা দিয়েছে। জনগণ কী বলতে চায়, সেটা তারা শোনে না। এটা কোনো কথা হলো—ফুটপাথে দোকান? রাস্তার গর্তে পড়ে হাড় ভেঙে ছয় টুকরা। তারা করোনা রোগীকে রাখে লাইব্রেরির ভবনে। বেতাল কাণ্ডকারখানা দেখে বুকটা হিম হয়ে যায়। দিনে–দুপুরে মশাগুলো রক্ত খেয়ে যায়। তারাই বলুক, এমন কাণ্ড তারা কীভাবে করে?)