আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইংলিশ ক্লাবটি। ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এটাই চেলসির প্রথম শিরোপা। ২০১২ সালে ফাইনালে আরেক ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল তাদের।
ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ইংলিশ ক্লাব চেলসি। এরপরও গোলের দেখা পাচ্ছিল না টমাস টুখেলের শিষ্যরা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ব্যবধানেই।