দশ বছর হলো ফরীদি নেই

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫

দশ বছর আগে (১৩ ফেব্রুয়ারি, ২০১২) আজকের দিনে পরপারে পাড়ি জমালেন দাপুটে অভিনেতা হুমায়ুন ফরীদি। গত ১০ বছরে তাঁকে দর্শকরা তো স্মরণ করেছেই, পদে পদে অনুভব করেছেন প্রয়াত অভিনেতার সহশিল্পীরা। অভিনয় করতে গিয়ে  আটকে গেলে বা দ্বিধায় পড়লে এখনো বাংলাদেশের অভিনয়শিল্পীরা হুমায়ুন ফরীদির অভিনয় থেকে প্রেরণা নেন।


এই অভিনেতার শুরুটা মঞ্চে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়েছেন। সেখানেই নাট্যকার সেলিম আল দীনের সান্নিধ্য পেয়ে তাঁর অনুপ্রেরণায় যোগ দেন ঢাকা থিয়েটারে। ‘কিত্তনখোলা’, ‘মুনতাসির ফ্যান্টাসি’, ‘কেরামত মঙ্গল’-এ অভিনয় করে ঢাকার মঞ্চে রীতিমতো বিপ্লব ঘটান। পরে চলচ্চিত্র ও টিভিতে সুযোগ পেয়ে অনন্য অভিনয়শৈলী দিয়ে মন কাড়েন কোটি দর্শকের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us