নিরাপদ সড়ক আর নিরাপদ জীবন কিংবা নিরাপত্তাময় নাগরিক জীবনের দাবি আমাদের। কেন এই দাবি করছে আমাদের শিশু-কিশোররা? সড়কে তাদের জীবন নিরাপদ নয়। তাই তারা এই দাবি করছে। যুবকদের বা পূর্ণ বয়স্ক বা পৌঢ় মানুষ যারা সড়কে যাতায়াত করেন, তাদের জীবনও নিরাপদ নয়। যারা বৃদ্ধ, যাদের জীবন নির্ভরশীল সন্তানদের ওপর, তাদের জীবনও নিরাপদ বা নিরাপত্তাময় নয়।
আমাদের সমাজ স্ট্রাকচার অনুযায়ী বাবা-মা নির্ভরশীল তাদের সন্তানদের ওপর। কিন্তু আজকাল অনেক বাবা-মা-ই সন্তানদের কাছে বোঝা হয়ে উঠেছে। তারা আর মা-বাবাকে নিজেদের আশ্রয়ে রাখতে চায় না। অনেক বৃদ্ধই এখন বৃদ্ধাশ্রমের বাসিন্দা। যাদের সেই সামর্থ্য নেই, তারা পরিত্যক্ত হয়ে অন্যের আশ্রয়ে থাকছে। কিছু মানুষ আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে, ফুটপাতে, কারও বাড়ির বারান্দায় রাতটুকু কাটিয়েই নেমে যান পথে।
সরকার এদের খবর জানে, কিন্তু তাদের নিয়ে কিছু করার আগ্রহও দেখায় কিন্তু কিছু করে না। আমি জানি, আমার এ কথায় সরকারের নীতিনির্ধারকদের মনে গোস্যা জমবে, কিন্তু তার সত্যতা মানবে না। বলবেন সরকার অনেক কিছু করছে। অনেক প্রকল্প নিয়েছে। এরকম সাফাই অহরহ করছে সরকারি লোকেরা।