এখনো নজর কাড়ে ২০০ বছরের ‘চিনি মসজিদ’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৩

বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম নীলফামারীর সৈয়দপুর। ব্যবসা-বাণিজ্যের জন্য এই শহর প্রসিদ্ধ। রয়েছে দেশের অভ্যন্তরীণ বিমানবন্দর। বিসিক শিল্পনগরীর পাশাপাশি বাংলাদেশের সর্ববৃহৎ রেলকারখানাও রয়েছে এখানে।


ব্যস্ততম এই শহরের প্রাচীন সৌন্দর্যের স্থাপত্য নিদর্শন হচ্ছে সৈয়দপুরের চিনি মসজিদ। যা অনেকের কাছে ‘চীনা মসজিদ’ নামেও পরিচিত। প্রায় ২০০ বছর আগের নির্মিত এই মসজিদটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এ মসজিদের নির্মাণশৈলী আর সৌন্দর্য নজর কাড়ে সবার। তাই প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে আসেন।


সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় ১৮৬৩ সালে হাজী বাকেরআলী ও হাজী মুকু শহরের ইসলামবাগে ছন ও বাঁশ দিয়ে এই মসজিদের নির্মাণকাজ শুরু করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় মসজিদে টিন ব্যবহার করা হয়। ১৯২০ সালে হাফিজ আব্দুল করিমের উদ্যোগে ১৫৬০ বর্গফুট আয়তন মসজিদটির প্রথম অংশ পাকাকরণ করা হয়।


লোকমুখে জানা যায়, হাজী আব্দুল করিম নিজেই মসজিদটির নকশা করেন। পরে ১৯৬৫ সালে মসজিদের দক্ষিণ দিকে ২৫/৪০ ফুট আয়তন বিশিষ্ট অংশ পাকা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us