দুধ ও মাংস উৎপাদন বাড়াতে ৪৪ কোটি টাকা ঋণ দেবে সরকার

বণিক বার্তা প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩০

সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় যশোর জেলার ২ হাজার ৫০০ জন এবং মেহেরপুরে ১ হাজার ৭০০ জনকে বকনা ও ষাঁড় বাছুর ক্রয়ের ৪৪ কোটি ১০ লাখ টাকা ঋণ প্রদান করা হবে। দুধ ও মাংসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে এ ঋণ দেয়া হবে। বৃহস্পতিবার যশোর সার্কিট হাউজে প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।


যশোর জেলা সমবায় কর্মকর্তা এসএম মঞ্জুরুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান। এ সময় খুলনা বিভাগের বিভিন্ন উপজেলার সমবায় কর্মকর্তা, খামারি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us