আওয়ামী লীগ নাম দেবে, বিএনপিসহ সাত দলের ‘না’

ইত্তেফাক প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৭

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিদের নামের প্রস্তাব পাঠানোর শেষ দিন আজ শুক্রবার। অনুসন্ধান কমিটির পক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ সিইসি ও চার জন নির্বাচন কমিশনার পদের বিপরীতে দুই জন করে অনধিক ১০ জনের নামের তালিকা পাঠানোর জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানিয়ে বুধবার চিঠি পাঠিয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ শেষ দিনে নামের তালিকা দেবে। জাতীয় পার্টি (জাপা) ও জাসদ গতকাল বৃহস্পতিবার জীবনবৃত্তান্তসহ ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে। আরো কয়েকটি দলও ইতিমধ্যে নামের তালিকা পাঠিয়েছে। জাতীয় পার্টি-জেপি আজ নামের তালিকা জমা দেবে।


তবে চিঠি পেলেও বিএনপিসহ অন্তত সাতটি দল অনুসন্ধান কমিটির কাছে কোনো নামের তালিকা পাঠাচ্ছে না। এই দলগুলো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ডাকা সংলাপেও যায়নি। তবে রাষ্ট্রপতির সংলাপে গিয়েছিল এ রকম তিনটি দলও নামের তালিকা না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us