ত্বকের শুষ্কতা, লালচেভাব বা জ্বলুনির সমস্যা থাকলে অনেকে তাকে সংবেদনশীল ত্বক মনে করেন।
তবে বিষয়টা সবক্ষেত্রে সত্যি নয়।
নিউ ইয়র্ক’য়ের বোর্ড প্রত্যয়িত ত্বক বিশেষজ্ঞ ডেভিড ওরেন্ট্রিক ত্বকের সংবেদনশীলতা ও শুষ্কতার সমস্যায় দুই ধরনের ত্বকের কথা উল্লেখ করেন ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে।
‘স্যানিটাইজড স্কিন’ আসলে কী?
সংবেদনশীল ত্বকের মতোই লালচে, খসখসে, জ্বলুনি এবং অস্বস্থিকর এবং সর্বপরি দুর্বল সুরক্ষার স্তর বিশিষ্ট ত্বক হল ‘স্যানিটাইজড স্কিন’।