বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং, টি-টোয়েন্টি বোলিংয়ে মনোনীদের তালিকায় নাম ছিল বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মোস্তাফিজুর রহমাদের। তবে, চূড়ান্ত ফলাফলে বাংলাদেশের কেউ জিততে পারলেন না পুরস্কার। ক্রিকেটের তিন ফরম্যাচে বিভিন্ন ক্যাটাগরিতে ইএসপিএন ক্রিকইনফো বর্ষসেরা পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় আজ।
যেখানে বর্ষসেরা টেস্ট ব্যাটার হিসেবে পুরস্কার জিতেছেন রিশাভ পান্ত। গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৮৯ রান করে স্বাগতিকদের হারানোয় কৃতিত্ব দেখানোর জন্য তাকে নির্বাচন করা হয় এই পুরস্কারের জন্য। সে সঙ্গে বর্ষসেরা টেস্ট বোলার হিসেবে পুরস্কৃত করা হয়েছে নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ৩১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ওই পারফরম্যান্সকেই বর্ষসেরার জন্য নির্বাচিত করা হয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকেই নির্বাচিত করা হয়েছে ক্যাপ্টেন অব দ্য ইয়ার হিসেবে। ওয়ানডে ব্যাটিংয়ে সাকিব-মুশফিকদের নাম ছিল।