বল টেম্পারিং নয়, 'নাকল' করতে চেয়েছিলাম : বোপারা

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৩

চলতি বিপিএলে বল টেম্পারিং কাণ্ড ঘটিয়ে শাস্তি পেয়েছেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা। তাকে ম্যাচ ফি'র ৭৫ শতাংশ জরিমানা এবং তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।  গতকাল কুমিল্লার ভিক্টোরিয়ানসের বিপক্ষে হারের পর তিনি একটা বল হাতে করে সংবাদ সম্মেলনে এসেছিলেন। কারণ তিনি জানতেন, এ বিষয়েই অনেক প্রশ্নের উত্তর দিতে হবে।


বোপারার দাবি, তিনি বল টেম্পারিং করেননি। বল হাতে নিয়ে বোপারা 'নাকল' বলের গ্রিপ দেখিয়ে বলেন, 'এখানে একটা ভুল হয়েছে। আমি আসলে নাকল বল করতে যাচ্ছিলাম। নাকল বল করার জন্য গ্রিপ কিন্তু মোটেও সহজ কিছু নয়। এই বলটি করার জন্য আপনাকে গ্রিপটা ঠিকমতো ধরতে হবে। ভেজা বলে নাকলের জন্য গ্রিপ করা আরও কঠিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us