আধুনিক হচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী: প্রধানমন্ত্রী

সমকাল প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে। বর্তমান সরকার আনসারকে সব দিক দিয়ে আধুনিকায়নের পদক্ষেপ নিয়েছে। রেঞ্জ, জেলা, উপজেলা পর্যায়ে বাহিনীর জন্য আধুনিক ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে। অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন হচ্ছে। 


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা জানান। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবেশে যুক্ত ছিলেন তিনি। সমাবেশে ১৬২ জন আনসার সদস্যকে ‘সেবা ও সাহসিকতা পদক’ দেয়া হয়। 


প্রধানমন্ত্রী বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখছে আনসার সদস্যরা। সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে আনসার বাহিনী ভূমিকা রেখে যাচ্ছে। পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র, কক্সবাজারের মাতারবাড়ী প্রকল্প, চট্টগ্রামের কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল নির্মাণসহ সরকারের মহাপ্রকল্পগুলো বাস্তবায়নে ভূমিকা রেখে যাচ্ছেন আনসার সদস্যরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us