চোখের রোগ: কনজাংটিভাইটিস

আজকের পত্রিকা প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২:১১

চোখ ওঠা একটি স্পর্শকাতর রোগ। চিকিৎসা পরিভাষায় এটি কনজাংটিভাইটিস বা রেড/পিংক আই নামে পরিচিত। কনজাংটিভা নামে চোখের পর্দায় প্রদাহ হলে তাকে সাধারণত চোখ ওঠা রোগ বলা হয়।


চোখ ওঠা ভাইরাসজনিত ও অতিমাত্রায় ছোঁয়াচে রোগ। ব্যাকটেরিয়া ও অ্যালার্জির কারণেও চোখ ওঠে। তবে ভাইরাসে আক্রান্ত চোখ কিছুদিন পর ভালো হয়ে যায়। কিন্তু এটি আশপাশে অনেককেই আক্রান্ত করে বা করতে পারে। কারও হয়তো তিন দিনে ভালো হয়ে যায়, কারও তিন সপ্তাহও লাগতে পারে। সেটা নির্ভর করে কোন ধরনের ভাইরাস চোখ আক্রান্ত করেছে এবং সেই রোগীর রোগ প্রতিরোধক্ষমতা কেমন, তার ওপর।


যেভাবে ছড়ায়


চোখে প্রদাহ হলে অশ্রুতে ভাইরাস ভেসে বেড়ায়। এই অশ্রু মোছার সময় তা হাতে লাগে। এর পর থেকে সেই হাত দিয়ে যা কিছুই ছোঁয়া হোক না কেন, সেখানে ভাইরাস সংক্রমিত হয়। যেমন কারও সঙ্গে করমর্দন, টিভি বা এয়ারকন্ডিশনার রিমোট, ব্যবহৃত তোয়ালে, বিছানার চাদর, বালিশের কভার, মুঠোফোন ইত্যাদি। তাই আক্রান্ত ব্যক্তিকে এ সময় বাসায় থাকতে পরামর্শ দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us