গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নে অলৌকিক পাঁচ পা-ওয়ালা বাছুরের জন্ম হয়েছে কৃষক চিত্তরঞ্জন সরকারের বাড়িতে। চার পা ছাড়াও কুঁজের ভেতর থেকে আরেকটি পা বের হওয়া অবস্থায় জন্ম নেয় বাছুরটি। জন্মের পর দুই মাস ধরে স্বাভাবিকভাবে বেঁচে আছে এটি।
সরেজমিনে ইউনিয়নের খামার মামুদপুর গ্রামের ওই কৃষকের বাড়িতে দেখা যায়, তার গোয়ালঘরের বাইরের বাছুরটি বেঁধে রাখা হয়েছে। বাছুরটির চারটি পা স্বাভাবিক। পিঠের কুঁজের ভেতর থেকে আরেকটি পা বের হয়ে আছে। তবে স্বাভাবিক বাছুরের মতো চলাফেরা ও খাবার খেয়ে থাকে বাছুরটি। শারীরিক কোনো জটিলতা এখনো দেখা যায়নি।