দক্ষিণ সুদান সে দেশের বিশাল পতিত জমি বাংলাদেশকে ইজারা দিতে চায়। এসব জমিতে বিভিন্ন ফসল উৎপাদনে বাংলাদেশের সহযোগিতাও চেয়েছে দেশটি। এ তথ্য জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
মন্ত্রী জানান, দক্ষিণ সুদানে সহযোগিতার সুনির্দিষ্ট খাত চিহ্নিত করতে একটি বিশেষজ্ঞ দল পাঠাবে বাংলাদেশ। এ দলে কৃষি গবেষক, বিজ্ঞানী, সম্প্রসারণকর্মীসহ অন্য বিশেষজ্ঞরা থাকবেন।
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের মধ্যে অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভুইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।