You have reached your daily news limit

Please log in to continue


অধিনায়ক বদলে বদলাল চট্টগ্রামের ভাগ্য

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছিল মিনিস্টার ঢাকা। শেষ ৬ বলে ৯ রানের সমীকরণ অবশ্য মেলাতে পারেননি ঢাকার দুই স্বীকৃত ব্যাটার তামিম-নাঈম। আসরে দুর্দান্ত শুরু করে খেই হারানো চট্টগ্রাম দ্বিতীয়বার অধিনায়ক পরিবর্তন করে ফিরেছে জয়ে।

৩ রানের জয়ে জিইয়ে রাখল শেষ চারের আশা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দুই ওভারে ২০ রানের সমীকরণে পড়েন তামিম ইকবাল-নাঈম শেখ। ১৯তম ওভারে ১১ রান আসলে শেষ ওভারে দরকার পড়ে ৯ রান। মৃত্যুঞ্জয়ের উত্তেজনা ছড়ানো বোলিংয়ে ৫ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ঢাকাকে। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না চট্টগ্রামের। হারলেই বাদ— এমন ম্যাচে বদল করা হয় অধিনায়ক। মিরাজের অধিনায়কত্ব নিয়ে বেশ নাটকের পর নাঈমকে নেতা ঘোষণা করেছিল দলটি। সিলেট পর্বের প্রথম ম্যাচে অধিনায়ক নাঈম একাদশেই নেই, তরুণ আফিফ হোসেনকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেয় বন্দরনগরীর দলটি। তিন রানের রোমাঞ্চকর জয়ে ৯ ম্যাচে চট্টগ্রামের সংগ্রহ ৮ পয়েন্ট। ৭ পয়েন্ট তোলা ঢাকাকে পাঁচে নামিয়ে আফিফের দল উঠেছে সেরা চারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন