আমরা ধনী কোম্পানির গরিব মালিক হতে চাই: আকিজের ব্যবস্থাপনা পরিচালক

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪০

১৫ বছরের বেশি সময় ধরে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন শেখ বশির উদ্দিন। সুযোগ থাকার পরও বিদেশ থেকে কোনো ডিগ্রি নেননি দেশে গ্রাজুয়েশন করা বশির উদ্দিন। এর আগে ১৯৮৮ সালে এসএসসি পরীক্ষা দিয়েই স্টেশনারি পারচেস অফিসার হিসাবে কোম্পানিতে কাজ শুরু করেন তিনি। চাকরি ও পড়াশোনা একসঙ্গে চালিয়ে ১৯৯৮ সালে কোম্পানির প্লানিং ডিরেক্টর নিয়োজিত হন। এরপর মাত্র ৩৩ বছর বয়সে ২০০৬ সালে ৪ হাজার কোটি টাকার বিশাল এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন।  


২০২০ সালে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বিলিয়ন ডলার টার্নওভারের কোম্পানির তালিকায় শীর্ষ দশে জায়গা করে নেয় আকিজ গ্রুপ। দেশের প্রায় সব খাতে বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটির। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি টাকায় টোব্যাকো বিক্রির পর ওই অর্থ নতুন নতুন খাতে বিনিয়োগ করছে গ্রুপটি। তাদের নতুন বিনিয়োগ পরিকল্পনা এবং বর্তমান ব্যবসা নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেছেন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us