সম্পর্ক স্থায়ী করতে চাইলে দু’পক্ষেরই চেষ্টা থাকতে হবে সমানভাবে। নাহলে অনেক ভালো সম্পর্কেও ফাটল ধরতে পারে যেকোনো সময়। একটি সম্পর্কে ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধাবোধ ও বোঝাপড়া খুব জরুরি। জেনে নিন সম্পর্ক ধরে রাখতে চাইলে কোন বিষয়গুলোর দিকে নজর দিতে হবে।
ক্ষমা করতে শিখুন। যদি সঙ্গীকে ভালোবাসেন ও সঙ্গে থাকতে চান, তবে ছোটখাট বিষয় ধরে রাখবেন না।
একজনের উপর চাপ প্রয়োগ করে কিছু করবেন না। একজন আরেকজনের কাজে সাহায্য করুন।
জেদ বা ইগো একটি সম্পর্ককে শেষ করে দিতে যথেষ্ট। তাই এগুলোর স্থান দেবেন না সম্পর্কের মধ্যে।
সঙ্গীর জন্য কিছু একটা করে আশা রাখবেন না যে সেও একইভাবে আপনার জন্য কিছু করবে। নিঃস্বার্থভাবে ভালোবাসুন।
সম্পর্কে স্বাধীনটা জরুরি। সঙ্গীর সব ব্যাপারে তাই হস্তক্ষেপ করবেন না।
সঙ্গীর সমালোচনা করে কটু কথা বলে বরং সমস্যার সমাধান খুঁজুন দুজন মিলেই।
একজন আরেকজনের প্রশংসা করুন।
নিজেকে প্রতিনিয়ত ইম্প্রুভ করার চেষ্টা করুন। দুজন একসঙ্গে এগিয়ে নিয়ে যান সম্পর্ককে।